নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী বলেছেন, প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হবে। আশাকরি গ্রামের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
জাবেদ আলী বলেন, দলীয়ভাবে ইউপি নির্বাচনের ফলে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে কোনো প্রভাব পড়বে না। কোনো ধরনের হামলা হবে না। গ্রামের সাধারণ মানুষ যারা রাজনীতি করে তারা কোনো ধরনের ঝামেলা করবে না। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে।
বিধিমালা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ইউপি নির্বাচনের বিধিমালা সময়মত আমাদের হাতে পৌছাবে। এখনও তো সময় আছে। ফেব্রুয়ারীর ১০ থেকে ১২ তারিখের মধ্যে বিধিমালা হাতে পেলে আমরা ফেব্রুয়ারীর মাঝামাঝিতে তফসিল ঘোষনা করতে পারলে যথেষ্ট সময় নিয়ে নির্বাচন করতে পারবো। তফসিলের পর ৪৫ দিন রাখলে আশা করি প্রার্থীরা গোজগাছ করে নিতে পারবে। নির্বাচনী আমেজ বেশি দিন ধরে বিরাজও করবে বলে জানান তিনি।
প্রথম ধাপে কয়টি ইউপিতে নির্বাচন হবে এ বিষয়ে জাবেদ আলী বলেন, তালিকা এখনও সুনির্দিষ্ট হয়নি। তবে যেসব ইউপির মেয়াদ আগে শেষ হবে সেগুলোর নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হবে।