উপজেলার হোসেন্দী গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাই ( ফুটবল) ও মো. তোতার ( মোরগ) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় ইউপি সদস্য প্রার্থী তোতার সমর্থক শহীদুজ্জামান (৩৪) গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন- ইউপি সদস্য প্রার্থী আব্দুল হাই, তার ভাবী আজমিরী বেগম (৪০) ও রেজিয়া বেগম (৩৮)। বাকিদের পরিচয় জানা যায়নি।
গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হোসেন্দী গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে অভিযান চালানো হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ২ টি শর্টগান, ১টি পাইপগান, ১টি বিদেশী পিস্তল, শর্টগানের ১৮ রাউন্ড গুলি ও পিস্তলের গুলিভর্তি ১টি ম্যাগজিন ও ১০টি রামদা।
জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।