১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:১৮
আ. লীগের কর্মসূচির প্রতিবাদে মুন্সিগঞ্জে ছাত্রদলের মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারবিরোধী কর্মসূচির প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরে বিক্ষোভ, মিছিল ও পথসভা করেছে ছাত্রদল।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাচারি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন ছাত্রদল নেতাকর্মীরা।

শহর ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট মো. রোমান হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম শুভ, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশরাফুজ্জামান অভি, রাজিব হাসান নকিব ও তাহামিদুর রশিদ প্রমুখ।

error: দুঃখিত!