দীর্ঘ ৫ বৎসর অনলাইন প্রকাশনায় থাকা মুন্সিগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘আমার বিক্রমপুর’ এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজনীতিক, কলামিষ্ট ও সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব শেখ মনিরুজ্জামান রিপন।
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের কৃতি সন্তান শেখ মনিরুজ্জামান রিপন দীর্ঘদিন মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ আগষ্ট যাত্রা শুরু করে অনলাইন গণমাধ্যম ‘আমার বিক্রমপুর’। বর্তমানে মুন্সিগঞ্জের মধ্যে যে সকল অনলাইন পত্রিকা সংবাদ প্রকাশ করে এর মধ্যে ‘আমার বিক্রমপুর’ গত ১ বৎসর যাবৎ শীর্ষে রয়েছে।