জয়া আহসান, সময়ের গতির সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। দুই বাংলায় এখন এ অভিনেত্রীর ভীষণ কদর। অভিনয় দক্ষতা আর নিত্য নতুনভাবে সেলুলয়েডের পর্দায় উপস্থিতিও দর্শকদের প্রতিনিয়ত মোহিত করছে।
এদিকে জয়া আহসান কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক স্বাক্ষাৎকারে জানিয়েছেন, তার একজন বিশেষ বন্ধু রয়েছে। যিনি ঢাকার মানুষ।’ জয়া আরও জানিয়েছেন, কোনও ডিসিশন নিলে সকলে এমনিই জানতে পারবেন।’
এছাড়া বিয়ে করছেন কবে? এমন প্রশ্নে জয়া বলেছেন, ‘জানি না। হুট করে করে নিতে পারি, আবার নাও করতে পারি। আসলে রোডম্যাপ ঠিক করে জীবনে কিছুই করিনি তো। আগের বিয়েটা কোনও কারণে ওয়ার্ক করেনি বলে একটা ভয়ও আছে। আসলে আবার যদি বিয়ে করি সেটা সম্মানের সঙ্গে টিকিয়ে রাখার জন্য সবরকম চেষ্টা করব।’