মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিশ্বব্যাপি পরিবেষ্টিত আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম ভিডিও’র জন্য নির্মানাধীন একটি ইংরেজী ভাষার চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুন্সিগঞ্জের সন্তান শেখ ফরিদ পলক।
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্পটে ‘Timeless Waltz’ নামক ৯০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে।
এতে ‘লি ইফান’ নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা শেখ ফরিদ পলকের সাথে ‘এলেনা’ নামের চরিত্রে অভিনয় করেছেন দেশের আরেক অভিনেত্রী আইরিন ইরানী।
সবকিছু ঠিক থাকলে চলতি বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে বাংলাদেশে শুটিং করেছেন হলিউডের ডিরেক্টর লিওন লি। চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাংলাদেশের রিফাত হাওলাদার শামিল।
এ প্রসঙ্গে মুন্সিগঞ্জের সন্তান অভিনেতা শেখ ফরিদ পলক বলেন, ‘হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, একইভাবে আমারও ছিলো। আর সেটি বাস্তবায়ন করেছেন প্রিয় রিফাত হাওলাদার শামিল ভাই। তার প্রতি আমি চির কৃতজ্ঞ।’
পলক বলেন, ‘চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে।’
গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘উনিশ শতকের সম্ভ্রান্ত মেয়ে এলেনা একটি রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন যা তাকে সমসাময়িক শহরের ব্যস্ত ও আধুনিক জগতে নিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর এলেনার দেখা হয় লি ইফানের সাথে। তখন তাকে এই অপরিচিত যুগে চলাচল করতে সাহায্য করেন গল্পের কেন্দ্রীয় চরিত্র লি ইফান, অর্থাৎ আমি। এভাবেই সামনের দিকে এগিয়ৈ যায় গল্প।’
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন, দেলোয়ার উদ্দিন, তাইয়েবা রহমান সুকন্যা, এল ডি হৃদয়, তাহমিনা নুর তানিয়া প্রমুখ।