বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭২ তম জন্মদিনে জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ র্যালী, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের ধারায় চলমান থাকবে না থাকলে দেশে দুর্নীতি শুরু হয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে।
তিনি এসময় আরও বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাই আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে বিজয়ী করাই আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকাল ৫ টার সময় বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি জেলা শহরের জিরো পয়েন্টে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এতে কয়েক হাজার নেতা কর্মীর সমাগম হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন, সদর থানা আওয়ামীলীগ এর সভাপতি আফছার উদ্দিন ভুইয়া, সাধারন সম্পাদক সামছুল কবির মাস্টার, শহর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল মতিন, দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সুরুজ মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহমুদুল হাসান লাকুম, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, কলেজ শাখার সভাপতি নিবির আহম্মেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।