মুন্সিগঞ্জ, ১ আগষ্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গতকাল শনিবার (৩১ জুলাই) রাতে মুন্সিগঞ্জ জেলা শহরের কালিমন্দিরের সামনে তার ব্যক্তিগত কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেন তিনি। এসময় প্রতিটি কর্মসূচিতে চলমান করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অংশগ্রহণের আহবান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পরিবারের সকল সদস্যদের প্রতি ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতীকি মোমবাতি প্রজ্বলন ও বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এমপি মৃণাল কান্তি দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু। এসময় বক্তব্য রাখেন, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, জেলা কৃৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মোরশেদা বেগম লিপী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, আরিফুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর নার্গিস আক্তার, মকবুল হোসেন ও মিরকাদিম পৌরসভার কাউন্সিলর আওলাদ হোসেন প্রমুখ।