মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
আওয়ামী লীগ থেকে বহিষ্কার হতে পারেন বিভিন্ন কারণে বিতর্কিত মু্ন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভুতু হালদার।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
ভুতু হালদার বিগত টংগিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী ওয়াহিদের বিরুদ্ধে নির্বাচন করে জিতেছেন। মূলত এ অভিযোগেই কেন্দ্রীয় আওয়ামী লীগ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের দাবি।
দল হিসেবে আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও নারীর সহাবস্থানের কথা বললেও ভুতু হালদার বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি সভায় সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন। তার বিরুদ্ধে সেসময় স্থানীয় নারীরা সংগঠিত হয়। তারা জুতা ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
টংগিবাড়ীর বিভিন্ন হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে এই ভুতু’র বিরুদ্ধে। আর তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ও দেশ বিরোধী ভূমিকার অভিযোগ খোদ আওয়ামী লীগের নেতাদেরই।