মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় সংসদের সাবেক হুইপ ও মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবীর মধ্যে যে সকল রাষ্ট্রপ্রধান অত্যন্ত সফল ও সুন্দরভাবে দেশ চালাচ্ছেন তাদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা অন্যতম। তাকে অনুসরণ করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সার্বক্ষণিক জনগণের পাশে থেকেছে। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের কল্যাণের জন্যই আওয়ামীলীগের জন্ম।
আজ সোমবার (৭ জুন) লৌহজং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এমিলি বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছে। এখন জনগণকে সুশাসন দেয়ার জন্য আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। প্রতিটি এলাকায় কেউ যেন নির্যাতন জুলুমের শিকার না হয়। এ বিষয়ে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। মানুষের যে কোন দুর্যোগে, যেকোনো সমস্যায় মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করতে হবে। করোনাকালীন সময়ে নেতাকর্মীদের চলাফেরায় আরো গভীর ও ব্যাপকভাবে জনগণের পাশে থেকে তাদেরকে সচেতন করার গুরুত্বারোপ করেন।
লৌহজংয়ের ঘোরদৌড় বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য রফিক ঢালি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব শামসু হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন প্রমূখ।