মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত প্রথম সারির অনলাইন পত্রিকা ‘অামার বিক্রমপুর’ এর এক বৎসর পূর্তি হয়েছে গতকাল ১১ অাগষ্ট।
২০১৫ সালের ১১ অাগষ্ট ‘সত্যই শক্তি’ স্লোগান নিয়ে অানুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই পত্রিকাটির।
চলতি বছরে দুটি প্রিন্ট সংস্করণও বের হয় পত্রিকাটির। যাতে প্রকাশিত দুটি প্রতিবেদনই বেশ অালোচিত হয়। সদরের ইউপি নির্বাচনের অাগ মুহুর্তে সুষ্ঠ ভোটের অাভাস শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সুষ্ঠ নির্বাচন অায়োজন করে প্রশংসিত হয় প্রশাসন। দ্বিতীয় সংস্করণে বেদে পল্লীর করুণ ঈদ পালনের অভিজ্ঞতা প্রকাশিত হলে স্থানীয় সাংসদ এগিয়ে অাসেন তাদের পাশে।
বেদেদের সেই তৃপ্তিমাখা হাস্যোজ্জ্বল মুখই ‘অামার বিক্রমপুর’।
প্রিয় পাঠক, গত এক বছরে সত্য উন্মোচনে পিছপা হয়নি পত্রিকাটি। বিভিন্ন সময়ে সংবিধান, সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখতে একপেশে পক্ষ নিতে হয়েছে। যার ফলে বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের চক্ষূশুল হতে হয়েছে। সত্যের পক্ষে থেকে এমন চক্ষূশুল অারও হতে চায় ‘অামার বিক্রমপুর’।
সাংবাদিকতার এই মহান পেশা কে পূজি করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যেতে চায় ‘অামার বিক্রমপুর’।
গত এক বছরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে /প্রকাশের পরে জীবননাশের হুমকি এমনকি রাস্তা থেকে তুলে নিয়ে দুইজন কর্মীকে শারীরিকভাবে হেনস্তার ঘটনাও ঘটেছে। পাঠকের ভালোবাসার মূল্য দিতে গিয়ে তা মেনে নিয়েই অারও গভীরে কাজ করতে হয়েছে।
সম্মানিত পাঠক, অাপনাদের ভালোবাসা অটুট রাখবেন এমন প্রত্যাশা নিয়ে অামরা অারও এগিয়ে যেতে চাই। প্রিয় বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে অারও সামনে অগ্রসর হোক।
প্রিয় পাঠক, অাস্থা নিয়ে ‘অামার বিক্রমপুর’ এর পাশে থাকুন, অামরাও অাপনাদের পাশে অাছি।
-শিহাব অাহমেদ, ব্যাবস্থাপনা সম্পাদক।