শিহাব অাহমেদ: পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ আরও আগে নেওয়া হলেও বিএনপি তা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনীমণ্ডলের খানবাড়িতে লৌহজং উপজেলা অাওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এ অভিযোগ করেন। দুপুরে স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ সভায় যোগ দেন।
তিনি বলেন, আজ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলাম। এ সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। ২০০১ সালেই আমরা এ কার্যক্রম শুরু করি। কিন্তু বিএনপি-জামায়াত সরকার এসে তা বন্ধ করে দেয়।
প্রধানমন্ত্রী জনতার উদ্দেশে বলেন, ২০০৮ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাদের জয়ী করেছেন, আমরা সরকার গঠন করেছি। এরপর পুনরায় সেতু নির্মাণের কাজের উদ্যোগ নিই।
তিনি বিভিন্ন বাধা-বিপত্তির কথা উল্লেখ করে বলেন, আমরা পদ্মাসেতু নির্মাণ কাজ হাতে নিলে দুর্নীতির অভিযোগ উঠে। আমরা প্রমাণ চাইলাম, তারা প্রমাণ দিতে পারেনি। তখন বলেছিলাম, আমি বঙ্গবন্ধুর কন্যা, নিজ অর্থায়নেই সেতু নির্মাণ করবো। আমরা বীরের জাতি জাতি কথা রেখেছি, নিজেদের অর্থায়নেই কাজ শুরু করেছি।
সভায় সভাপতিত্ব করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
এতে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-আলম খান লেলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফ, স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ অাহমেদ পাভেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লৌহজং উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার।
সভায় মুন্সিগঞ্জ সদর উপজেলা’র অাওয়ামীলীগ মনোনিত দুই মেয়র প্রার্থী, শহরে ফয়সাল বিপ্লব ও মিরকাদিমে শহিদুল ইসলাম শাহিন কে উপস্থিত সকলের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অাহম্মদ।