আইসিটি মামলায় বাংলাদেশ সময় ও মাইটিভির জেলা প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও সমকালীন মুন্সিগঞ্জ ডটকম এর সম্পাদক শেখ মোহাম্মদ রতন কে ২১ দিন পর জামিন দিয়েছে আদালত।
জেলা দায়রা জজ শওকত আলী চৌধুরী আজ ২মে তাকে জামিনে মুক্তি দেয় ।
তথ্য ও যোগাযাগ প্রযুক্তি (আইসিটি) আইনের একটি মামলার প্রেক্ষিতে সাংবাদিক শেখ মোহাম্মদ রতনকে গত ১২ এপ্রিল তাকে শহরের নিজস্ব পত্রিকার কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করে।
পরদিন তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।
জানা গেছে, এলএলবি (অনার্স) সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে স্থানীয় সাংবাদিক মীর নাসির উদ্দিনের বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়রি মীর নাসির উদ্দিন তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
রতনের মুক্তির দাবিতে রাস্তায় নেমে অাসে মুন্সিগঞ্জের প্রভাবশালী সাংবাদিক মহল।