স্পেশ্যাল অলিম্পিকস লস অ্যাঞ্জেলেস ২০১৫- তে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের পারুল আক্তার। ১০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ জিতেছেন পারুল।
এছাড়াও সাঁতারের ২৫ মিটার ব্রেস্ট স্ট্রোকে, ব্রোঞ্জ পদক জিতেছেন আরেক বাংলাদেশি মুন্নি আক্তার।
এর আগে, ২৭ জুলাই পুরুষ বিভাগে পদক জিতেছেন আরিফ রোহান ও মোহাম্মদ শাহিন। ২৫ মিটার ব্যাক স্ট্রোকে রৌপ্য জেতেন শাহিন।