মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুই উপজেলার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, পাঞ্জাবী ও বোরখা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিরাজদিখান ও টংগিবাড়ী এই দুই উপজেলার ৭ টি মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের হাতে এ বস্ত্র তুলে দেওয়া হয়।
বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুরাদ হাসান শাওন, সহ সভাপতি তারিকুল ইসলাম অপু, সহ সভাপতি মিনহাজুর রাহাত, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ সাইদ, সহ সাংগঠনিক সম্পাদক মীর উচ্ছ্বাস হাসান, সহ প্রচার সম্পাদক রিফাত আহমেদ দীপ্ত, সদস্য হাসিব রহমান, সদস্য রাইসুল ইসলাম প্রমুখ।