৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৩৯
অভিমান ভাঙ্গাতে অ্যাপ
খবরটি শেয়ার করুন:

প্রিয় মানুষদের সাথে আমাদের অনেক সময় দ্বন্দ্ব হয়ে থাকে। তাদের কাছে একটু ক্ষমা পার্থনা করলে সহজেই অভিমান চলে যায়। আমরা সাধারণত মোবাইলে কল করে অথবা বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়ে থাকি। এভাবে ক্ষমা চাইতেও অনেক সময় অনেক দ্বিধা বোধ করে থাকি। তবে ইচ্ছে করলে আপনি তাদের গানের দু-এক কলি শুনিয়ে দিতে পারেন। ক্ষমা চাওয়ার এই নতুন কৌশলে আপনার কাজ হলেও হতে পারে। এই কাজটিও আপনাকে সরাসরি করতে হবে না। তাতে আপনার দ্বিাধাও থাকবে না। এই কাজ করে দেবে আপনার স্মার্টফোনের অ্যাপ্লিকেশন। এই রকম একটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এমএসটিওয়াই বা ‘মাই সং টু ইউ’। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের তৈরী এই অ্যাপ দিয়ে আপনি ৩০ সিকেন্ডের একটি গানের ক্লিপ পাঠানোর সাথে সাথে ছবি ও বার্তা পাঠাতে পারবেন।বিশ্বের ১৫৫টি দেশে অ্যাপটি উন্মুক্ত হয়েছে এটি। বর্তমানে গুগল প্লে ও অ্যাপ স্টোরে এটি ডাউনলোড করা যাচ্ছে। এতে দুই হাজার গানের তালিকা রয়েছে যা বিভিন্ন বিভাগে ভাগ করে রাখা হয়েছে। এমএসটিওয়াইয়ের প্রতিষ্ঠাতা গ্র্যান্ট বভি দাবি করেছেন, ‘সংগীতের আবেদন অনেক শক্তিশালী। ছবি, টেলিভিশন, বিজ্ঞাপন সবখানেই এর ব্যবহার দেখা যায়। তবে বার্তা হিসেবে কেন গান শোনানো যাবে না? এটা দারুণ কাজে দেবে।’ এমএসটিওয়াই ছাড়াও এ ধরণের অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে লা-লা ও রিদম।
অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর  থেকে ডাউনলোড করতে  https://play.google.com/store/apps/details?id=com.msty.app&hl=en

error: দুঃখিত!