মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে বালক গ্রুপে মুন্সিগঞ্জ পৌরসভা ও বালিকা গ্রুপে লৌহজং উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল রোববার মুন্সিগঞ্জ শহরে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইব্রেকারে গড়ায় খেলা। এতে ৭-৮ গোলের ব্যবধানে গজারিয়া উপজেলাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নেয় মুন্সিগঞ্জ পৌরসভা।
এর আগে একই স্টেডিয়ামে ১-০ গোলে মুন্সিগঞ্জ পৌরসভা বালিকা দলকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নেয় লৌহজং উপজেলা বালিকা দল।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।
ফাইনালে মুন্সিগঞ্জ পৌরসভা বালক দল মুখোমুখি হয় গজারিয়া উপজেলা বালক দলের সাথে। নির্ধারিত ৭০ মিনিট শেষে কেউই গোল করতে পারেনি। এরপর ট্রাইব্রেকারেও একের পর এক নাটকীয়তা। ফাইনালে মিমাংসা করতে ১১টি করে শর্ট মারতে হয়। গোলরক্ষক ফাহাদ আহমেদ জারিফের দৃঢ়তায় জয়ের আনন্দে ভাসে মুন্সিগঞ্জ পৌরসভা। চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে তারা। বালক গ্রুপে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফাহাদ আহমেদ জারিফ।
বালিকা গ্রুপের খেলাটি হয় মুন্সিগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলার মধ্যে। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে সাদিয়া আক্তারের গোলে বিজয় নিশ্চিত করে লৌহজং। পরে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত করা হয় তাকে।
ছেলেদের মধ্যে টংগিবাড়ী উপজেলার তাসিন আরাফাত ও মেয়েদের মধ্যে সিরাজদিখান উপজেলার জাকিয়া সুলতানা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী দল ও রানার্স আপের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
আয়োজনটিতে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এবং মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মো. রেজাউল করিমসহ ছয় উপজেলার ইউএনওসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত ফুটবল ছাড়াও কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টনসহ (একক, দ্বৈত) প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপগণের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
প্রসঙ্গত: ছয় উপজেলা এবং জেলা শহরের পৌরসভা নিয়ে ৭ টি বালক এবং ৭ টি বালিকা দল অংশ নেয় টুর্নামেন্টটিতে।