১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
কে হচ্ছেন মিরকাদিম পৌরসভার ‘প্যানেল মেয়র’?
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

নানা রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেলো মিরকাদিম পৌরসভার নির্বাচন। ইভিএম পদ্ধতির এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী আব্দুস সালাম তার প্রধান প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ২০ গুনের বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত মেয়র হাজী আব্দুস সালাম দায়িত্ব বুঝে না পেলেও মিরকাদিমজুড়ে আলোচনা চলছে কে হচ্ছেন ‘প্যানেল মেয়র’।

মিরকাদিমে নির্বাচিত নতুন মেয়রের শারিরীক অবস্থা ও বিভিন্ন স্বক্ষমতা ও মানসিক ভারসাম্য এসব বিবেচনায় ‘প্যানেল মেয়র’ পদটি বিভিন্ন কারনে এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

‘প্যানেল মেয়র’ কি?

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ বলছে, ‘প্যানেল মেয়র’ বলতে বোঝায় নির্বাচিত মেয়রের অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য যে কোন কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে নির্বচিত কাউন্সিলরদের মধ্য থেকে মেয়রের দায়িত্ব পালন করবেন। এই ব্যক্তি নির্বাচিত মেয়রের পদত্যাগ, অপসারণ, মৃত্যু বা অন্য যে কোন কারণে মেয়রের পদ শূন্য হলে নতুন কেউ মেয়রের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন।

পৌরসভা গঠিত হবার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়রের প্যানেল তাদের নিজেদের মধ্য হতে নির্বাচন করবেন। এবং নির্বাচিত তিন জনের মেয়রের প্যানেলের মধ্যে একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে।

অর্থাৎ ৩ জন নিয়ে ‘প্যানেল মেয়র’ গঠিত হলেও প্রয়োজনের সময় মূল দায়িত্ব পালন করবেন একজন।

এই আইনে আরও বলা হয়েছে, মেয়রের প্যানেলভুক্ত কোন সদস্যকে পরবর্তীতে অযোগ্য মনে হলে অথবা ঐ ব্যক্তি নিজে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অসম্মতি জ্ঞাপন করলে এক মাসের মধ্যে পরিষদের সিদ্ধান্তক্রমে তার স্থলাভিষিক্ত হবার জন্য অন্য কোন কাউন্সিলরকে মেয়রের প্যানেলভুক্ত করা যাবে।  কাউন্সিলরদের মধ্য হতে মেয়রের প্যানেল নির্বাচন করা না হলে সরকার প্রয়োজন অনুসারে মেয়রের প্যানেল তৈরি করে দিবে।

মিরকাদিমে ‘প্যানেল মেয়র’ হওয়ার দৌড়ে এগিয়ে যারা

মিরকাদিমে ‘প্যানেল মেয়র’ নির্বাচিত হতে পারেন এরকম কাউন্সিলরদের নিয়ে এখন আলোচনা চলছে। এই আলোচনায় প্রথম সারিতেই রয়েছেন সাধারণ ওয়ার্ড থেকে ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুর রহিম বাদশা, ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল জলিল মাদবর। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর থেকে ১,২ ও ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা পারভীন ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আক্তার।

error: দুঃখিত!