২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দেয়ায় যুবক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে একটি জাল উৎপাদনের ফ্যাক্টরিতে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মুন্সিগঞ্জ ডিবি পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ।

ডিবি সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম শাহিন প্যাদা (২২)। সে বরগুনার গুলিসাখালী থানার আমতলী এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার সাদ্দাম হোসেন নামে এক ব্যাক্তির সুতার মিলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কথিত অভিযান চালায় শাহিন নামের যুবক। মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে শাহিন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে মিল মালিক আমাদেরকে জানান। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তাঁকে আটক করা হয়।

তিনি জানান, ডিবি পরিচয় প্রদানকারী আটক শাহীনের কাছ থেকে সার্জেন্ট পদ মর্যাদার একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!