১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৯:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের ১৪ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল অনুযায়ী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র ভাগ্যকুল ইউনিয়নে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে, বাকি ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে।

error: দুঃখিত!