২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে লকডাউনের আইন অমান্য করায় ৩১ মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে আইন না মানায় ৩১ টি মামলা হয়েছে।

ভ্রাম্যমান আদালতে এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার ১শ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী, আনসার ও পুলিশের টিম ছিল।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, চলমান নিষেধাজ্ঞার নির্দেশনা পালনের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন উপজেলার বিভিন্ন স্থানে টহল চালিয়ে যাবে। তিনি করোনা ভাইরাস থেকে দুরে থাকার জন্য জনগনকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।

error: দুঃখিত!