১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
শিমুলিয়া ঘাটে ‍দিনভর ঢাকামুখী মানুষের চাপ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। আজ দিনভর শিমুলিয়া ঘাটে ছিলো রাজধানীমুখী মানুষের বাড়তি চাপ।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকেই দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের বাড়তি চাপ দেখা গেছে শিমুলিয়া ঘাটে।

নৌরুটে শুধুমাত্র লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে দাবি করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ। স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রী সংখ্যা বাড়লেও অত্যাধিক চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে পাঁচটি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে।

error: দুঃখিত!