৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১০০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, আটক ১৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ১০ টি কারেন্ট জাল উৎপাদনের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ১০০ কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যমানের বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় ১৯ জনকে আটক করা হয়।

গতকাল গভীর রাত থেকে আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুর পর্যন্ত পঞ্চসারের ফিরিঙি বাজার, পঞ্চসার, গোসাইবাগ, দূর্গাবাড়ি ও বাস্তহারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাগলা স্টেশন কোস্ট গার্ড ও গজারিয়া স্টেশন কোস্ট গার্ড।

পাগলা স্টেশন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেঃ এম আশমাদুল ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানে তন্ময় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, হাবিব ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিং নেট ইন্ডাঃলিঃ, রহিম ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিংনেট ইন্ডাঃ, সুমন ফিসিংনেট ইন্ডাঃ, বাচ্চু ছৈয়াল ফিসিংনেট ইন্ডাঃ, মানিক ফিসিংনেট ইন্ডাঃ, খোকন ফিসিংনেট ইন্ডাঃ, মের্সাস তালুকদার ফিসিংনেট ইন্ডাঃ ও একতা ফিসিংনেট ইন্ডাঃলিঃ থেকে সর্বমোট ৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা।

তিনি জানান, অভিযানের সময় ১৯ জন শ্রমিক কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ। আটক আসামীসহ জব্দকৃত জালগুলো মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

error: দুঃখিত!