৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ ১; উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন মহিউদ্দিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদ ছেড়ে দেয়ার আবেদন করেন মহিউদ্দিন। পরে বিকালে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ স্বেচ্ছায় স্বীয় পদ থেকে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১) এর ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগ করেছেন। বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করায় একই আইনের ১২(২) ধারা অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ করা হলো এবং পদটি শূণ্য ঘোষণা করা হলো।

 

error: দুঃখিত!