৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ২:০৯
দায়িত্ব নিলো মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি।

বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা’র দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায়ী কমিটির সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা দায়িত্ব তুলে দেন সদ্য নির্বাচিত কমিটির সভাপতি শহিদ ই হাসান তুহিন ও সাধারণ সম্পাদক আবু সাইদ সোহান কে।

এর আগে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর ভোটের মাধ্যমে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নতুন পরিষদ নির্বাচিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, নবনির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ সেতু ইসলাম, সদ্য বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ তানজিল হাসান, নবনির্বাচিত কমিটির সহ সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, গোলজার হোসেন, নবনির্বাচিত কমিটির যুগ্ন সম্পাদক শেখ মো. রতন, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাহিত্য সম্পাদক সুমন ইসলাম, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম, প্রবীণ সাংবাদিক আলী আকবর শেখ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি লাবলু মোল্লা, এনটিভির জেলা প্রতিনিধি মইনউদ্দিন সুমন, আরাফাতুজ্জামান বাবু প্রমুখ।

error: দুঃখিত!