মুন্সিগঞ্জ, ১৭ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মানিকপুর থেকে গোলাপী (১২) নামের একটি মেয়ে পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জুন) মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর হতে তাকে পাওয়া যায়।
মুন্সিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাত পোনে ১০ টার দিকে মানিকপুর এলাকার বাসিন্দা ঝর্ণা বেগম ও ফয়সাল গোলাপী (১২) নামের মেয়েটিকে তাদের বাসার সামনে কান্নারত অবস্থায় পেয়ে তারা পুলিশে খবর দেয়।
পুলিশ প্রাথমিক অবস্থায় তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে মেয়েটি শুধু তার নাম গোলাপী বলে জানায়।
পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পাড়ায় বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
কোন হৃদয়বান ব্যক্তি যদি ছবিতে প্রদর্শিত মেয়েকে চিনে থাকেন বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা গেলো।