মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাওয়া ঘাট দেখানোর কথা বলে এনে ষষ্ঠ ও দশম শ্রেণির দুই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, অমায়িক (২৩), রনি শেখ (২৪), জীবন শেখ (২৫), আদনান (১৯), কাইফি মীর (২২) ও রবিন (২৬)।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং সার্কেল) মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
এজাহার সূত্রে জানা যায়, আসামি জীবন শেখ ও আদনান ষষ্ঠ শ্রেণি ও দশম শ্রেণির দুই কিশোরীকে গত মঙ্গলবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বেড়াতে নিয়ে যায়। ঐদিনই পাশের এলাকার একটি পুনর্বাসন কেন্দ্রের ঘরে কিশোরীরা তাদের কাছে ধর্ষণের শীকার হন।
পরদিন ভুক্তভোগী কিশোরীদের পরিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিষয়টি জানায়। কেরাণীগঞ্জ থানা পুলিশ লৌহজং থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে ছয় যুবককে গ্রেপ্তার করে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, বুধবার রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৬ আসামিকে আটক করা হয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় সাত জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অপর আরেক অভিযুক্ত সোহেল (২৪) পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।