মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহজাহান বাচ্চুর স্মৃুতিস্তম্ভে পূস্পার্ঘ অর্পণ করা সহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ- সিরাজদিখান সড়কের পূর্ব কাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাহান বাচ্চুর প্রথম স্ত্রী লুৎফা আক্তার কাকনের সভাপতিত্বে ও আনিসুর রহমানের সঞ্চালনায় স্মরন সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয়, কাদের বাবুল, শেফালী বেগম, সাংবাদিক মাহমুদুর হাসান, মাস্টার বাদল মোল্লা, ওয়াহিদ ভুইয়া, সুমাইয়া আক্তার, সাংবাদিক লতা রানী মন্ডল, মোঃ ফারুক শেখ প্রমুখ।
সাংবাদিক লতা রানী মন্ডল বলেন, মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু ভাই আজ আমাদের পাশে নেই, এ কথা ভাবতেই যেন নিথর হয়ে পড়ি। সংবাদটি ওই দিন আমার কাছে বজ্রাঘাতের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে এই ব্লগার জ্ঞানতাপসকে শুধু শ্রদ্ধার চোখেই দেখতাম না, তাকে তার মননশীল লেখার কারণেই নমস্ব মনে করতাম। তার মতো একজন বড় মাপের মানুষের মূল্যায়ন করা, তাকে নিয়ে পর্যালোচনা করা আমার পক্ষে সহজ নয়। আমার মতো নগণ্যজনকেও তিনি যেভাবে প্রীতির চোখে দেখতেন, তা আমার জন্য গর্বের বিষয় হয়ে আছে। বয়সে তিনি আমার প্রায় বিশ বছরের বড়। তার কর্ম ও খ্যাতির বিস্তৃতি সীমানায় তিনি আমাদের সামনে শারীরিক অনুপস্থিতি সত্ত্বে তিনি আমাদের মনে জ্বলজ্বল করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ জুন বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে।
সাহজাহান বাচ্চু মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ‘আমাদের বিক্রমপুর’ নামের একটি অনিয়মিত মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।