৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন ঔষধের ৫ দোকানকে জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন ঔষধের ৫ দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর, মুন্সিগঞ্জ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ফার্মেসীগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানের সময় লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন ঔষধের দোকান এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার দায়ে ৫টি ফার্মেসীকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ মেডিসিন কর্ণার, মেসার্স মেসার্স খান ফার্মেসী, মেসার্স আনহা ফার্মেসী, মেসার্স বিক্রমপুর মেডিসিন কর্ণার, মেসার্স অভয় মেডিসিন কর্ণার নামীয় ঔষধের দোকানগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়।

মাহবুব হোসেন বলেন, লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ বিক্রয়কারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

error: দুঃখিত!