১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘মুজিব বর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার প্রতিপাদ্যে’ মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুস ফারুকী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম সাকিব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো: শরিফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী গোলাম মাওলা তপন। ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আয়নাল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, অপরাধের ভিত্তি তৈরি করে মাদক। কিশোর গ্যাং সহ সকল সামাজিক অপরাধের পেছনে মাদকের ভূমিকা রয়েছে। তাই মূল্যবোধ চাহিদা থাকার কারনে মাদকদ্রব্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তাই মাদক নির্মুলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।

error: দুঃখিত!