৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিএনপি বিহীন ফাকা মাঠে আ. লীগের অবস্থান-বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর, ২০২২, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আজ শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন মুন্সিগঞ্জে দিনভর বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। জেলা বিএনপির পদস্থ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, জেলার ৬টি উপজেলার অধিকাংশ নেতাকর্মী যারা সমাবেশে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মূলত গতকালকের আগেই ঢাকায় চলে গেছেন।

বিএনপির নেতারা জানান, ঢাকায় মুন্সিগঞ্জ জেলার বিএনপির অনেক নেতাকর্মী ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত থাকার সুবাদে তারা সেখান থেকেই সমাবেশে অংশ নিয়েছেন।

আমার বিক্রমপুর-এর উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন, দিনভর মুন্সিগঞ্জের কোথাও বিএনপির কোন নেতাকর্মীকে সংঘবদ্ধ হয়ে বা সমবেত হয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি।

প্রতিনিধিরা জানান, জেলা সদরসহ দিনভর জেলার ৬টি উপজেলায় অবস্থান পৃথক কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সংসদ সদস্য অনুসারীরা। এসময় তারা নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভও করেন।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের পদস্থ নেতারা বলছেন, বিএনপি-জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তারা শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

 

error: দুঃখিত!