২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:০০
মুন্সিগঞ্জে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপালে কৃষি জমির পাশে সড়ক থেকে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

জানা যায়, ৩ দিন আগে ফসলি জমি থেকে মূর্তিটি পাওয়া গেলেও বিষয়টি গোপন করার চেষ্টা করেন জমিটি বর্গা নেয়া কৃষক খোরশেদ ।

শনিবার সকাল দশটার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকায় ফসলি জমির পাশে রাস্তা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জমির মালিক মৃত আফছান দেওয়ানের পুত্র মো. রিপন জানান, গেল ১০ এপ্রিল খানকা দালালপাড়া এলাকায় তাদের ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ ৬ ইঞ্চি মাটির গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে আত্মসাৎয়ের উদ্দেশ্যে বাসায় রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে ভয় থেকে পুলিশকে খবর দেন ওই কৃষক। তাকে জমিটি বাৎসরিক ফিয়ের বিনিময়ে চাষাবাদের জন্য দেয়া হয়েছিলো বলেও জানান তিনি।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এনামুল হক জানান, খবর পেয়ে ফসলি জমির রাস্তার পাশ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের কাছে সেটি হস্তান্তর করা হবে।

error: দুঃখিত!