১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এই জালের আনুমানিক মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এই তথ্য নিশ্চিত করে বলেন, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম পিপিএম (বার), বিপিএম (বার) এর নির্দেশনায় এবং পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মু‌ন্সিগঞ্জ সদর উপ‌জেলার মুক্তারপুর এলাকায় কা‌রেন্ট জা‌ল তৈরী করার কারখানা ও গুদামজাত করার স্থাপনায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে বিপুল প‌রিমান কা‌রেন্ট জাল জব্দ করা হয়।

যার আনুমা‌নিক দৈর্ঘ্য ২,৫০,০০০০০ (দুই কো‌টি পঞ্চাশ লক্ষ মিটার) মিটার। পরে জব্দকৃৃত অবৈধ কারেন্ট জাল মিরকাদিম নৌ-পুলিশ লাইন্সে রাখা হয়েছে বলে জানান ইনচার্জ কবির হোসেন খানঁ।

পরবর্তী‌তে দশ লক্ষ ক মিটার কা‌রেন্ট জাল মামলার আলামত হি‌সে‌বে রে‌খে অব‌শিষ্ট জব্দকৃত কা‌রেন্ট জাল মীরকা‌দিম অস্থায়ী নৌ পু‌লিশ ক্যা‌ম্পে নি‌য়ে বি‌ধি মোতা‌বেক বিনষ্ট করার প্র‌ক্রিয়া চালা‌নো হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জ‌হিরুল ইসলাম আকন্দ ও তার সহকর্মীবৃন্দ, মুক্তারপুর নৌ পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ ইন্স‌পেক্টর মো: কবির হোসেন খান সহ সঙ্গীয় ফোর্স।

error: দুঃখিত!