১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক ইউপি মেম্বারের মেয়ের বিয়ের আয়োজন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের কারণে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হলেও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আঃ মালেক তার মেয়ের বিয়ের আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে থানা থেকে আধা কিলোমিটার দুরে তার বাড়লীবাগের বাড়িতে প্রায় ২৫ জনের বর যাত্রী এসে হাজির হয়। পরে প্রশাসনের লোকজন আসছে শুনে যে যার মতো সটকে পরে।

স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে সাগরের সাথে আঃ মালেক মেম্বারের মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার বাড়িতে বরযাত্রী আসে। দুপুর ৩ টার দিকে বিষয়টি স্থানীয়রা শ্রীনগর থানা পুলিশকে জানায়। বিষয়টি আঁচ করতে পেরে যে যার মত সটকে পরে।

পরিচয় গোপন রাখার শর্তে ওই এলাকার বেশ কয়েকজন জানান, বিকাল সাড়ে ৫টার পর ঘটনাস্থলে পুলিশ আসে। শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমানকে ঘটনাটি জানানোর জন্য তার নাম্বারে দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ফোন করে তা বন্ধ পাওয়া যায়।

বরের চাচা পাটাভোগ ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মেম্বার জানান, মালেক মেম্বার আমাদের পুরাতন আত্নীয়। সে কারণে ওই বাড়িতে লোকজন গিয়ে থাকতে পারে।

উপজেলা ছাত্রলীগের সবেক এক নেতা জানান, মালেক মেম্বারের বাড়ি থেকে বরযাত্রীদেরকে শ্রীনগর ইউনিয়ন পরিষদের সামন দিয়ে দ্রুত ফেরত যেতে দেখা গেছে। করোনা ভাইরাসের সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

পুলিশ এরকম একটি স্পর্শকাতর বিষয়ে দুপুর ৩টায় জানার পর মাত্র ৫ মিনিটের দুরত্বে আসতে আড়াই ঘন্টা সময় নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ওই এলাকার জনগনের মধ্যে নানা রকম প্রশ্ন উঠেছে।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান জানান, ৪টার পরে পুলিশ আমার সাথে কথা বলেছে। আমি তাদেরকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছি।

শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আলামিন বিকাল সাড়ে ৫টার দিকে জানান, ঘটনাটি জানার পর ওই ওয়ার্ডের সদস্য আঃ হামিদকে পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছিলেন ওই বাড়িতে কোন বিয়ের অনুষ্ঠান হয়নি। তাছাড়া বিকেলে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনিও একই কথা বলেছেন। এখন পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

error: দুঃখিত!