মুন্সিগঞ্জ, ৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা এলাকায় ১৫০ বছরের ঐতিহ্যের অংশ হিসেবে নদী ভাঙন রোধ ও রোগমুক্তি কামনায় স্থানীয় ৪০টি মসজিদের ইমাম ও মাদ্রাসার হাফেজ ছাত্রদের নিয়ে খতমে শেফা অনুষ্ঠিত হয়েছে।
একে খতমে তাহলীলও বলা হয়। এ খতম দ্বারা কঠিন বিপদ আপদ হতে মুক্তিলাভ করা যায়।
আজ শনিবার দুপুরে কাজীপুরা এলাকায় মেঘনা নদীর তীরে স্থানীয়দের এই আয়োজনে কয়েক এলাকার দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।
এসময় গজারিয়ার বিভিন্ন এলাকার নদী ভাঙন ও অসুস্থ ব্যক্তিদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।