২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৭:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে দিনমজুরের আত্মহত্যা, লাশের সাথে ত্রাণও পেলো পরিবার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার যোগার করতে না পেরে আত্মহত্যা করা দিনমজুর দ্বীন ইসলামের পরিবার লাশ নিতে এসে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়েছে।

আজ সোমবার (৫ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে দিনমজুর দ্বীন ইসলামের মা জুলেখা বেগম ও স্ত্রী শাহিদা বেগম নিহতের লাশ নিতে আসলে তুলে দেন তাদেরকে খাদ্য সহায়তা তুলে দেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক।

পুলিশ সহয়তা করতে আসলে কান্নায় ভেঙ্গে পরেন নিহতের মা জুলেখা বেগম এবং স্ত্রী শাহিদা বেগম।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছেন ও খাদ্য সহায়তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, করোনার কারনে লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের খাবার যোগার করতে না পেরে দ্বীন ইসলাম (২৫) নামের দিনমজুর রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত দ্বীন ইসলাম বরিশাল জেলার কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

error: দুঃখিত!