১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ধলাগাও এলাকায় ছাদ থেকে পরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিবারের দাবি, দুপুর আনুমানিক আড়াইটার দিকে নিজ বসত বাড়ির ২য় তলার ছাদে জামাকাপড় আনতে গেলে সেখান থেকে পড়ে মারা যান তিনি।

নিহত মিনু আক্তার (৪০) ধলাগাও এলাকার আক্তার হোসেনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, দুপুর ৩টা ৫ মিনিটের দিকে মৃত অবস্থায় তার মরদেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

error: দুঃখিত!