মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ী চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, পথচারী নারীকে চাপা দিয়ে অজ্ঞাত গাড়ী পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, অজ্ঞাত নারীর মরদেহটি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।