মুন্সিগঞ্জ, ২৮ জুন, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চলতি অর্থ বছরে কাবিখা (খাদ্য বান্ধব কর্মসুচি) প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
মেয়াদ শেষ হলেও কাজ না করেই গৃহীত প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাত করেছে সংশ্লিষ্টরা।
অর্থবছরের মেয়াদের শেষ হলে কাজ শেষ না করে প্রকল্পের টাকা নয়-ছয় করে রীতিমত হরিলুট শুরু হয়েছে।
এদিকে উপজেলার কোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাঠের পুল থেকে শাজাহান মোল্লার বাড়ি পর্যন্ত কাজটি প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ এখনো কাজ শেষ হয়নি। এছাড়ার নিয়ম নীতির তোয়াক্ক না করে ড্রেজার দিয়ে ভরাট করে রাস্তা বাধার কাজ চলছে।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে কাবিখার প্রকল্প গ্রহন করা হয়। এর বিপরীতে ২ লাখ ৪০ হাজার বরাদ্দ দেয় সরকার। ২০২০ সালের নভেম্বর মাসে প্রকল্পের বিপরীতে অর্থ উত্তোলন করেন প্রকল্পের সভাপতি ৪নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসেন। গত ৩১ মে গৃহীত প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও সেখানে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি কিন্তু প্রকল্পের ২লক্ষ ৪০হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে প্রকল্প সভাপতি ও ৪নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসেন বলেন, রাস্তার পাশের মাটি নেই তাই রাস্তার সৌন্ে র্যের জন্য পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি টেনে নিয়েছি।
প্রকল্পের কাজের টাকা উত্তোলন করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সহকারী প্রকৌশলী অপূর্ব ভক্ত ও মনিরের সাথে কথা বলেন।
এসব বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে আজকে বিষয়টি জানতে পেরেছি। প্রকল্পের সভাপতিকে অফিসে আসার জন্য বলেছি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।