১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:২৫
মুন্সিগঞ্জে ইয়াবা সহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলুদিয়া এলাকার গৃহস্থ পাড়া এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা সহ উত্তর হলুদিয়া এলাকার মোসলেম মালের ছেলে শান্ত মাল (৩৬) কে আটক করা হয়।

র‌্যাব ১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমার ‘আমার বিক্রমপুর’ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক বিকাল পৌনে ৪ টার সময় উত্তর হলুদিয়া এলাকার গৃহস্থ পাড়া থেকে ৮০০ ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ মাদক কারবারি শান্ত মাল (৩৬) কে গ্রেফতার করা হয়।

তিনি জানান, আসামী শান্ত মালের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

error: দুঃখিত!