মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অগ্নিদগ্ধ হয়ে এক জীবন্ত মহিলার মৃত্যূ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওই মহিলার ঘরে আগুনের সুত্রপাত হলে নিহত মহিলা ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
জানা গেছে, উপজেলার চাপ গ্রামের কার্তিক চন্দ্র পালের ঘরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় তার থাকার ঘরটির আসবাবপত্রসহ পুড়ে যায়। ঘরের মধ্যে থাকা তার স্ত্রী অর্নিবা রাণী পাল (৫৫) অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যে পুড়ে মারা যান। নিহতের শরীরের পুরো অংশ পুরে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘরের মধ্যে থাকা প্রায় ২ লক্ষ টাকা ২ টি পাসপোর্ট ও স্বর্ণালংঙ্কার পুড়ে গেছে। পুড়ে যাওয়া টাকার অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী জানান, কার্তিক চন্দ্র পালের ২ ছেলে ও ১ মেয়ে বেশ কয়েক বছর যাবৎ ভারতে থাকেন। কার্তিক চন্দ্র পাল বৃহস্পতিবার দুপুরে বিলের মধ্যে পাটের জমি নিড়াতে গিয়েছিলেন। এ সময় তার স্ত্রী নিহত অর্নিবা পাল একা বাড়িতে ছিলো। পরে আগুন লাগলে ঘরসহ পুরে সে মারা যায়।
ধারনা করা হচ্ছে নিহতের ঘরের মধ্যে পুজা করার স্থানে আগুনের ধূপ জ্বালিয়ে পুজা করার সময় আগুনের সুত্রপাত হয়। ঘরের মধ্যে পাট সংরক্ষিত থাকায় যা দ্রুত ছড়িয়ে পরে।
এ ব্যাপারে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিল্লুর রহমান জানান, খোজ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছে। পুজায় ব্যবহৃত ধুপ অথবা বিদুৎতের শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হতে পারে।