১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:০৩
ফেনসিডিলসহ আটক ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো জয়-লেখক, ফেরেনি স্বপদে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

র‌্যাবের হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় বহিষ্কার হওয়া মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ প্রিন্সের উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সম্মেলনের ঠিক ১ দিন আগে এই সিদ্ধান্ত দেয়া হলো।

এতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ফাহিম আহমেদ প্রিন্স (সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শ্রীনগর উপজেলা শাখা, মুন্সিগঞ্জ) এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এদিকে বহিঃস্কার আদেশ প্রত্যাহার হলেও বর্তমানে তিনি উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।

মুন্সিগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল বলেন, মাদককাণ্ডের বিষয়টি প্রমাণিত না হওয়ায় ফাহিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আগের পদে ফিরবে কিনা এ বিষয়ে তিনি বলেন, তাকে আগের পদে বহাল করার নির্দেশনা দেওয়া হয়নি। গতকাল জেলা ছাত্রলীগ থেকে শ্রীনগর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালন করবে। জেলা ছাত্রলীগ ফাহিমের বিষয়টি পরবর্তীতে বিবেচনায় নিবে।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর দিনগত রাতে রাজধানীর কেরানীগঞ্জের জনৈক হাজি কালুর বাড়ির ভাড়া বাসা থেকে ফেনসিডিল ও তিন সহযোগীসহ ফাহিমকে আটক করে র‌্যাব-১০। পরদিন ২৬অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। শৃঙ্খলা পরিপন্থি ও নৈতিক স্খলনজনিত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে ফাহিম আহমেদ প্রিন্সকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার ঘোষনা করা হয়।

error: দুঃখিত!