১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:১৮
Search
Close this search box.
Search
Close this search box.
টংগিবাড়ীতে অগ্নিসংযোগে সর্বস্ব হারালেন জুলহাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অগ্নিসংযোগে বসত ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বিলাপ করছিলেন জুলহাস সৈয়াল (৬০)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভিটি মালধা গ্রামের জুলহাস সৈয়াল এর ঘরে আগুনের সুত্রপাত হয়ে মাত্র আধ ঘন্টায় তার বসত ঘরে থাকা সকল আসবাবপত্র ঘরের মধ্যে রক্ষিত ৫০ হাজার টাকা এবং দুই ভরি স্বণাংলংকার পুরে ছাই হয়ে গেছে।

জানা গেছে, দুপুর ১টার দিকে বৈদুত্যিক সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পরলে আধ ঘন্টার মধ্যেই তার বসত ঘর ও রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রন আনতে ব্যার্থ হয়।

এ ব্যাপারে জুলহাস সৈয়াল জানান, চোখের পলকে আমার সব পুড়ে শেষ হয়ে গেছে। খোলা আকাশ ছাড়া আমার মাথার উপর আর কিছুই নাই।

এ ব্যাপারে স্থাণীয় কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, আমি খবর নিয়ে এখনি ওই পরিবারকে আমার ব্যাক্তিগত অর্থ হতে টিন প্রদানের ব্যবস্থা করবো।

এ ব্যাপারে টংগিবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল রহমান জানান, আমি খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি পরিবারটির সব শেষ, কিছু নাই। তাদের সহায়তা করার প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!