মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কাজি ওয়াহিদ। তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড ওয়াহিদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি রোববার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি সোমবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি সোমবার, ভোটগ্রহণের তারিখ ১৬ মার্চ বৃহস্পতিবার।
এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এইচ এম সুমন।
ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ ১৩মার্চ।