১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: শ্রীনগরে বিএনপি নেতা শেখ আব্দুল্লাহ’র খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতা ও আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আব্দুল্লাহ’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা, ছয়গাঁও এবং আটপাড়া ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ কর্মহীন হতদরিদ্র প্রতিটি পরিবারকে ৭কেজি চাল, ১কেজি মসুর ডাল, ৫কেজি আলু ও জীবানুনাশক সাবান দেয়া হয়। শ্রীনগর উপজেলায় শেখ মোঃ আব্দুল্লাহ’র পক্ষ থেকে পর্যায়ক্রমে ২ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে।

সোমবার খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন,উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক স্বাধীন মোল্লা, বিএনপি নেতা আব্দুল কাদের, আব্দুর রউফ, গুল মোঃ খান, সেলিম খালাসী, আল-মুসলিম গ্রুপের ত্রাণ সরবরাহকারী কর্মকর্তা সোহেল রানা রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সোহাগ ভূইয়া, বীরতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি অহিদুল ইসলাম খোকন,ছাত্রদল নেতা পুলকসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

error: দুঃখিত!