২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: মুন্সিগঞ্জে বিদেশ ফেরতদের শৃঙ্খলায় রাখতে ম্যাজিস্ট্রেট নিয়োগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরতদের শৃঙ্খলায় রাখতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা লংঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) মুন্সিগঞ্জের অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ সামিউল মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ মুন্সিগঞ্জ সদর সহ প্রয়োজনে সমগ্র মুন্সিগঞ্জ জেলায় প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এছাড়া মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একই দায়িত্ব পালন করবে।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও তাদের ফোন নাম্বারঃ

ম্যাজিস্ট্রেট ফারশিদ বিন এনাম– 01779484805, পেশকার শওকত আলী- 01712733638, ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার– 01722541217, পেশকার মজিবর রহমান- 01727334340, ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ- 01749799540, পেশকার মুহম্মদ ছালাহউদ্দিন- 01922011411, ম্যাজিস্ট্রেট আশরাফুল কবির- 01727276419, পেশকার শফিকুর রহমান- 01819188042


error: দুঃখিত!