মুন্সিগঞ্জ, ১১ মে ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেনের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন ১৫শত পরিবারের মাঝে ইফতার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) দিনব্যাপি ইউনিয়নের মিনাবাজার এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিশিষ্ট সমাজসেবক বারেক হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাকিবর্গ উপস্থিত ছিলেন।
সোহরাব হোসেন জানান, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতে দেশের সকল বিত্তবানদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাক্তিগত উদ্যোগে সাধ্যমত জনগনে পাশে থাকার চেষ্টা করছি। এর অংশ হিসাবেই ১৫শত পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হলো।