মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)
দেশের এই কঠিন পরিস্থিতিতে যখন সব নেতারা জীবন বাঁচাতে বাসায়। ঠিক তখনই মানুষের সহযোগিতায় মাঠে আছে মিরকাদিম পৌরসভার ৯নংওয়ার্ডের সচেতন যুবসমাজ ও দুইজন স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া রনি ও লিটন মাহমুদ।
মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ড (কাগজী পাড়া, ভোবন ঘাড়া দঃ কাগজী পাড়া) ৯ নংওয়ার্ডের নগর কসবা, কিল্লা পাড়া, তিলারদী চর, সুধার চর, ইমাম চর) রাস্তা সহ বিভিন্ন বাড়িতে জীবাণুমুক্ত স্প্রে ও রাস্তার আবর্যনা পরিস্কার করেন তারা।
এসময় মানবতার সেবায় সকল বিত্তবান ব্যক্তিদের এই মহামারিতে মানুষের সেবায় এগিয়ে আসার অনুরোধ করছেন তরুন সাংবাদিক গোলাম কিবরিয়া রনি এবং সাংবাদিক লিটন মাহমুদ।
তারা বলেন, অসহায় মানুষের পাশে দাড়ান। আজ দেশের এই অবস্থায় আমাদের সবার সতর্ক থাকা দরকার এবং নিজ নিজ ঘরে থাকার দরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, গোলাম নবী, জোবায়ের ইসলাম জনি, শ্যামল বেপারী, সাহাবুদদিন বেপারী, রকি, আবু বক্কর, রাছেল, রকসী প্রমুখ।