৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:১৬
৯ নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ও সাজ্জাত হোসেন গাজী সাগর এর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাতে কাউন্সিলর প্রার্থী জাকির তার ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরে জানান, বহিরাগত পার্শ্ববর্তি বিভিন্ন এলাকার লোকজন বাঁশ-রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার সমর্থকদের উপর হামলা চালান।

সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন এর সমর্থক রাকিব (৩০) আহত হন। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপর কাউন্সিলর প্রার্থী সাজ্জাত হোসেন গাজী সাগর ‘আমার বিক্রমপুর’ কে বলেন, ‘আমার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা নির্বাচনী আচরণবিধি ভেঙে বহিরাগতদের নিয়ে মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এবং চলতি পথে তারা বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। এবং আমার সমর্থকদের গালিগালাজ করে। এরপর সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। আমি খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি।’

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষকেই শান্ত থাকতে বলা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

error: দুঃখিত!