৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:২২
Search
Close this search box.
Search
Close this search box.
৮ ঘন্টা পর শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল সাড়ে আট ঘণ্টা বন্ধের পর আবার চালু হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে ফেরি সার্ভিস আবার সচল হয়েছে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির এজিএম মো শফিকুল ইসলাম।

দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে নৈশবাসসহ শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

বর্তমানে এই নৌরুটে ১৭ টি ফেরির মধ্যে চারটি রোরোসহ ১৫টি ফেরি চলাচল করছে। ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোটও স্বাভাবিক চলাচল করছে।

শফিকুল ইসলাম বলেন, শনিবার রাত দেড় টার দিকে আকস্মিক কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে এই নৌ রুট। বয়া-বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। তবে বেলা বাড়ার পর আরও যানবাহন আসার কারণে ‘যানজট তেমন কমেনি।’

error: দুঃখিত!